• Dhaka Ideal Cadet School - Slide
  • Dhaka Ideal Cadet School - Slide
  • Dhaka Ideal Cadet School - Slide
  • Dhaka Ideal Cadet School - Slide

মেনু নির্বাচন করুন

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল


                               ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা 

ছাত্র- ছাত্রীদের মধ্যে সুশিক্ষা অর্থাৎBlacced Education Total Education  বা otal Education প্রদান করার লক্ষ্যে জনাব এম এ মান্নান মনির এই  বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। জনাব এম এ মান্নান মনির একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং বিভিন্ন সংস্থা তাকে সম্মাননা প্রদান করেছেন। তিনি প্রতি বছর গরীব ও মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকেন।

                                           লক্ষ্য ও উদ্দেশ্য 

শিশুই শ্রেষ্ঠ সম্পদ । আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত । প্রতিটি শিশু সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে একজন অনন্য মানুষে পরিণত করে জাতির ভবিষ্যত কর্ণধারকে সৃজনশীল প্রতিভা , প্রযুুক্তির জ্ঞান অর্জন , সৎ ও আদর্শ মানুষরূপে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের পদযাত্রা । এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ছাত্র- ছাত্রীদের Blacced Education  বা সামগ্রিক শিক্ষা প্রদান করা । খেলাধুলা , নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত করা িএবং চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের গুণাবলী অর্জনের উপযোগী করে গড়ে তোলা । প্রতিষ্ঠানের আরেকটি অনন্য  বৈশিষ্ট্য হচ্ছে ছাত্র- ছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত সমুদয় অর্থ প্রতিষ্ঠানের কল্যাণেই ব্যয় করা হয় ।