সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামুআলাইকুম ।
মানব বিধাতার সৃষ্টি । সৃষ্টি আদিকাল থেকেই মানব মনের চিরায়িত বাসনা “ আপন জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করা। ” এ ঐকান্তিক বাসনাই সুসংবদ্ধরূপ পরিগ্রহ করে শিক্ষা নামে অভিহিত হয়েছে। আধুুনিককালে শিক্ষা ছাড়া ব্যক্তিক , সামাজিক ও সামষ্টিক জীবন কল্পনাতীত । মূলত মাতৃগর্ভ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত শিক্ষা প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। তবে আনুষ্ঠানিক শিক্ষার অঙ্কুরোদগম হয় শিশুকাল থেকেই । আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে টিকে থাকতে হলে আমাদের জনশক্তিকে অবশ্যই মানব সম্পদে পরিণত করতে হবে। সৃষ্টি করতে হবে প্রথিতযশা বিজ্ঞানী , প্রযুুক্তিবিদ , গবেষক , সমাজ বিজ্ঞানী, সাহিত্যিক , দার্শনিক এবং চিকিৎসক । এ জন্য মাতৃভাষা বাংলার পাশাপাশি আন্তর্জ াতিক ভাষা হিসেবে েইংরেজি ভাষার দক্ষতা অর্জন অপরিহার্য । যুগসচেতন অভিভাবক মহলের ঐকান্তিক এ বাসনাকে বাস্তবে রূপদানের প্রত্যয় নিয়ে উন্নত বিশ্বের পাঠ্যক্রমের সঙ্গে দেশীয় শিক্ষাক্রমের সুসমন্বয় সাধন পূর্বক সম্পূর্ণ নতুন আঙ্গিকে গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে শিশু প্রতিভার পরিস্ফুটনের মহান ব্রত নিয়ে “ ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের “ শুভ সুচনা করেছি। আল্লাহর অপার অনুগ্রহে েএ প্রতিষ্ঠান উত্তরোত্তর সাফল্যের ধারা অব্যাহত রেখে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে । কোমলমতি শিক্ষার্থীদের কলকাকলিতে এ প্রাঙ্গন আজ মুখরিত । সমাজের শিক্ষাবিদ , গুণীজন ও সচেতন সুধী মহলের সুচিন্তিত পরামর্শের আলোকে “ ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল “ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের নিকট সমাদৃত ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেশের শিক্ষা সেবায় নিবেদিত থাকতে পারবে বলে আমি সংকল্পবদ্ধ ।
আল্লাহ হাফেজ
ধন্যবাদান্তে
মুন্নী আক্তার
প্রধান শিক্ষক
ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল