বেতন
টিউশন ফি প্রদান সংক্রান্ত তথ্যাবলী
ক) মাসিক টিউশন ফি প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
খ) প্রতি মাসের এগার তারিখ থেকে পনের তারিখ পর্যন্ত ত্রিশ টাকা জরিমানা সহ বেতন পরিশোধ করা যাবে ।
গ) যদি দুই মাসের মধ্যে টিউশন ফি পরিশোধ করা না হয় , তবে ছাত্র- ছাত্রীর নাম কাটা যাবে ।এবং পুন:ভর্তি ফি প্রদান করতে হবে।
ঘ) যদি কোনো মাসের নির্ধারিত শেষ দিন স্কুল বন্ধ থাকে , তবে পরবর্তী কার্য দিবসে জরিমানা / নির্ধারিত জরিমানায় টিউশন ফি পরিশোধ করা যাবে।
ঙ) স্কুলের মাসিক টিউশন ফি বিদ্যালয়ের অফিস কক্ষে , নগদে , বিকাশে , রকেট েএবং বিদ্যালয়ের একাউন্টে নির্ধারিত ব্যাংকে জমা দিতে পারবেন । বিকাশ একাউন্ট , নগদ , রকেট 01982799978 , বিদ্যালয়ের একাউন্ট নাম্বার মিউচুয়াল টাস্ট ব্যাংক একাউন্ট নং :
চ) কোন শিক্ষার্থীর মাসিক বেতন পরিশোধ না থাকলে তার প্রোফাইল বন্ধ থাকবে এবং সে শিক্ষার্থী বিদ্যালয়ের ফলাফল দেখেতে পাবে না ।